প্রেমিকের সঙ্গে জাহ্নবির অন্তরঙ্গ ছবি ভাইরাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রেমিকের সঙ্গে জাহ্নবির অন্তরঙ্গ ছবি ভাইরাল

প্রেমিকের সঙ্গে জাহ্নবির অন্তরঙ্গ ছবি ভাইরাল সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় বাংলা গেম শো ‘দাদাগিরি’তে হাজির হয়েছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। এই খবরের রেশ কাটতে না কাটতেই নতুন করে শিরোনামে এলেন ‘ধড়ক’ অভিনেত্রী। প্রেমিকের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের বেশ কয়েকটি ছবি অন্তর্জালে ভাইরাল।

 জাহ্নবীর প্রেমিকের নাম ওরহান আওয়াত্রামানি, পেশায় সমাজকর্মী।

‘ইনফ্লুয়েন্সার’ হিসেবেও খ্যাতি আছে তাঁর। আগেও ওরহানের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন উঠেছিল। তবে এভাবে সরাসরি ঘনিষ্ঠরূপে দেখা যায়নি তাঁদের। অন্তরঙ্গ সেসব ছবি ছড়িয়ে পড়তেই অন্তর্জালে তুলকালাম কাণ্ড ঘটাল ভক্তরা। হলুদ বডিকোন পরেছেন অভিনেত্রী, পিঠ খোলা। প্রেমিক ওরহানকে জাপটে ধরে আছেন জাহ্নবী, ক্যামেরায় পোজও দিয়েছেন। একটি-দুটি নয়, কুড়িটির মতো ছবি। ছবিগুলো দেখে বোঝা যায় পার্টি করছিলেন তাঁরা। এর ফাঁকেই প্রেমিকের বাহুডোরে অন্তরঙ্গ ভঙ্গিতে ধরা পড়েন জাহ্নবী। 

ভারতীয় গণমাধ্যম জানায়, বলিউড সেলিব্রিটিদের সঙ্গে নিত্য ওঠাবসা ওরহানের। জাহ্নবীর আগে সারা আলী খানের সঙ্গেও সম্পর্ক ছিল তাঁর। মজার বিষয় হলো, সারা আর জাহ্নবী এখন একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু।

এসএ/