Logo

অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
7Shares
অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাহানা। বৃহস্পতিবার জীবনের ২০তম জন্মদিনটা পালন করেছিলেন হাসিখুশিতেই। কিন্তু পরেরদিন শুক্রবার (১৩মে) নিজ বাড়ি থেকে উ...

বিজ্ঞাপন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাহানা। বৃহস্পতিবার জীবনের ২০তম জন্মদিনটা পালন করেছিলেন হাসিখুশিতেই। কিন্তু পরেরদিন শুক্রবার (১৩মে) নিজ বাড়ি থেকে উদ্ধার হল তার ঝুলন্ত লাশ। 

ঘটনায় সন্দেহের তীর অভিনেত্রীর স্বামী সাজ্জাদের দিকে। অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শুক্রবার কেরালার কোঝিকোড় শহরে সাহানার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সাহানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও তার মায়ের দাবি এটি খুন।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল।  তাকে খুব উচ্ছ্বসিত লাগছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা কীভাবে করে সে? এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে তাকে।’

সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‌‘কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী সিনেমাতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর সে কাতার থেকে ফিরে আসে। এর পর তাদের মধ্যে প্রায়ই ঝগড়া চলত।’

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD