তারকা সন্তানদের ‘সেদ্ধ ডিম’ বললেন কঙ্গনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


তারকা সন্তানদের ‘সেদ্ধ ডিম’ বললেন কঙ্গনা

বিতর্কের অপর নাম যেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তারকা সন্তানদের বরাবরই আক্রমণ করে মন্তব্য করেছেন তিনি। বলিউড ছবি তারকা সন্তানদের সুযোগ দেওয়ার ফলে কীভাবে 'বহিরাগতদের' বঞ্চিত করে সে সম্পর্কে তিনি সোচ্চার হয়েছেন।

এক সাক্ষাৎকারে তারকা সন্তানদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন কঙ্গনা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একাধিক দক্ষিণী সিনেমা বলিউডে হিন্দি ছবির বক্স কালেকশনকে ছাপিয়ে গিয়েছেন। এই ছবিগুলির হিন্দি সংস্করণগুলি একাই গত দুই বছরে মুক্তিপ্রাপ্ত বলিউডের বেশিরভাগ সিনেমাকে হারিয়েছে। বলিউডের কেন এমন হাল? কারণ খুঁজতে গিয়ে তারকাসন্তানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন কঙ্গনা।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘দর্শকের সঙ্গে তাদের (দক্ষিণী) ইন্ডাস্ট্রির যে যোগাযোগ তা বেশ শক্তিশালী। আমি ভক্তদের বলব না, এটি তার থেকেও অনেক বেশি। আমাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের (তারকাদের) বাচ্চারা পড়াশোনা শেষ করতে বিদেশে যায়। তারা ইংরেজিতে কথা বলে, শুধু হলিউডের ছবি দেখে। তারা শুধু ছুরি-কাঁটা দিয়ে খায় এবং কথা বলার ধরনও ভিন্ন। সুতরাং, তারা কীভাবে সংযোগ করবে? দেখতেও কেমন অদ্ভূত, অনেকটা ডিম সেদ্ধর মতো দেখতে লাগে। তাদের সম্পূর্ণ চেহারা পরিবর্তিত হয়েছে, তাই মানুষ সংযোগ করতে পারে না। আমি কাউকে ট্রোল করতে চাই না।’

অভিনেত্রী উদাহরণ হিসেবে ২০২১ সালে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এ আল্লু অর্জুনের চরিত্র পুষ্পার উদাহরণ দিয়ে বলেন, ‘দেখো পুষ্পকে কেমন আমাদের পরিচিত একজনের মতো লাগছে। প্রতিটি শ্রমিক তাঁর সঙ্গে নিজের সংযোগ করতে পারবেন। বলুন তো আমাদের নায়কদের মধ্যে কাকে আজকের যুগে শ্রমিকের মতো দেখা যেতে পারে? ওরা করতে পারেন না। সুতরাং, তাদের সংস্কৃতি (দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের) এবং তাদের গ্রাউন্ডেড প্রকৃতি তাদের মূল্য পরিশোধ করছে। আশা করছি তারা পশ্চিম থেকে যেন অনুপ্রেরণা নিতে শুরু না করে। নিজেদের দেশের মানুষের সঙ্গে সংযোগ রাখাটা গুরুত্বপূর্ণ।’

ওআ/