ঐশ্বরিয়া-অভিষেকের সঙ্গে অনন্ত-বর্ষা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঐশ্বরিয়া-অভিষেকের সঙ্গে অনন্ত-বর্ষা

শুরু হলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো উৎসব কান ফেস্টিভ্যাল। এবার কানে গিয়ে আলোর দ্যুতি ছড়াচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা জুটি।

এই জুটি সেখানে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের সঙ্গে সময় কাটিয়েছেন। এ সময় ঐশ্বরিয়া তাদের সঙ্গে সেলফি তোলেন। এ ছাড়া বিভিন্ন দেশের ফটো সাংবাদিকরা অনন্ত-বর্ষাকে পেয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।

চিত্রনায়ক অনন্তের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মঙ্গলবার (১৭ মে) একটি ভিডিও আর কিছু ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, গাঢ় সবুজ স্যুটে অনন্ত, সঙ্গে লাল গাউনে বর্ষা নজর কাড়ছেন সবার।বিভিন্ন দেশের ফটো সাংবাদিকরা তাদের ছবি তুলছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘ঢালিউড ও বলিউডের তারকারা একসঙ্গে। ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন অনন্ত জলিল ও খাদিজা পারভীন বর্ষা।’

অনন্ত জলিলের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। মাত্র আধা ঘন্টায় পোস্টটিতে ১২ হাজারের বেশি নেটজনতা প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় চার শ’ নেটাগরিক তাদের মন্তব্য জানিয়েছেন। এ ছাড়াও পোস্টটি অনেকেই শেয়ার করছেন।

কানের এবারের আসরে ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা দুটি নিয়ে হাজির হয়েছেন অনন্ত-বর্ষা। সেখানে সিনেমা দুটির ট্রেলার দেখানো হবে।

উল্লেখ্য, কানের এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ২১টি সিনেমা। অফিসিয়াল সিলেকশন বিভাগ আঁ সার্তেঁ রিগায় প্রদর্শিত হবে ২০টি সিনেমা। এ ছাড়া আউট অব কম্পিটিশন, কান প্রিমিয়ার, স্পেশাল স্ক্রিনিং, মিডনাইট স্ক্রিনিং, কান ক্ল্যাসিকস, ডিরেক্টরস ফোর্টনাইটসহ ১০টি শাখায় মোট ৯১টি সিনেমা দেখানো হবে। আগামী ২৮ মে পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে শেষ হবে কান উৎসবের এবারের আয়োজন।

ওআ/