কানে নগ্ন হয়ে প্রতিবাদ কেন?


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কানে নগ্ন হয়ে প্রতিবাদ কেন?

গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের এক আদেশের মাধ্যমে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে এখনও দেশটিতে চলছে সংঘাত। দেশটিতে রুশ হামলায় এ পর্যন্ত বহু সামরিক-বেসামরিক লোকজন হতাহত হয়েছে। রুশ সেনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ধর্ষণেরও। এবার তার প্রতিবাদে চলমান কান উৎসবে ভিন্নধর্মী এক প্রতিবাদ দেখলো বিশ্ব। নগ্ন হয়ে রুশ ধর্ষণের প্রতিবাদ করেন এক তরুণী।

নিজের পরনের পোশাক ছিঁড়ে নগ্ন হওয়া ওই তরুণীর গায়ে আকা ছিল ইউক্রেনের পতাকা। যার উপর ইংরেজিতে লেখা ছিল- ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করো।’ এছাড়া তার শরীরজুড়ে রক্তের লাল রঙের ছোপ। এর আগে জেলেনস্কি বলেছেন, রুশ সেনাদের হাতে ধর্ষিত হওয়ার খবর পেয়েছেন তদন্তকারীরা।

নাটকীয় এই পর্বটি যখন ঘটেছিল তখন ইদ্রিস এলবা এবং টিল্ডা সুইন্টন অভিনীত জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’ দেখানো হচ্ছিল। তরুণীটি কানের রেড কার্পেটে এসে নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এবং তাকে সরিয়ে নেয়ার আগ পর্যন্ত চিৎকার করতে থাকেন।

কানের রেড কার্পেটে এর আগেও বহু প্রতিবাদের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বৈষম্যের অভিযোগ ৮২ জন মহিলা প্রতিবাদ করেছিলেন। এর কয়েকদিন পরে কার্পেটে বর্ণবাদবিরোধী প্রতিবাদও হয়েছিল।

এসএ/