কান থেকে পূজা হেগড়ের পোশাক ও জুয়েলারি চুরি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কান থেকে পূজা হেগড়ের পোশাক ও জুয়েলারি চুরি

চলছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রতিবছর জড়ো হন হাজার হাজার তারকা। এ উৎসবে কোন তারকা কী পরলেন, তা নিয়েও চর্চা চলে বছরজুড়ে। কার পোশাক কত অদ্ভুত, কে কত দামি পোশাক পরলেন–এই সবই হয়ে ওঠে চর্চার বিষয়। তবে, চরম বেকায়দায় পড়লেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। রেড কার্পেটে হাঁটার আগেই হারিয়ে গেল তার পোশাক থেকে মেকআপ!

আর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে নিজের এমন বেকায়দায় পড়ার ঘটনা শেয়ার করেন। অভিনেত্রী জানান, এ বছরেই ‘কান’-এর মঞ্চে আত্মপ্রকাশ তার। আর প্রথম বছরই অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান তিনি। এরপর রেড কার্পেটে হাঁটার আগে অভিনেত্রী খেয়াল করেন তার ব্যাগ হারিয়ে গেছে।

নিজের কথা শেয়ার করে পূজা বলেন, ‘আমাদের সমস্ত পোশাক হারিয়ে যায়। মেকআপ, চুলের সাজ সবকিছু হারিয়ে যায়। ভাগ্যকে ধন্যবাদ জানাই, ভাগ্যিস আমার কাছে কিছু গহনা ছিল, যা আমি ভারত থেকে আসার সময় হাত ব্যাগে করে নিয়ে এসেছিলাম। তখন এমন অবস্থা যে আমরা কাঁদতেও পারছি না। কারণ, আমাদের কাছে সময় নেই একেবারেই। তবে, আমার থেকে আমার ম্যানেজার বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি বললাম, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন এই পরিস্থিতি থেকে বেরোতে হবে। পোশাকের একটা ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ওই পরিস্থিতিতে আমার টিমের সদস্যরা নতুন চুলের সাজ, নতুন মেকআপের ব্যবস্থা করতে শুরু করে দিল। আমাদের হাতে শ্বাস নেওয়ারও সময় ছিল না। আমরা ব্রেকফাস্ট করিনি, লাঞ্চ করিনি। মনে আছে, আমি সারা দিন শেষে একেবারে রাতে সেদিনের প্রথম খাবারটা খেয়েছিলাম। আমার হেয়ার স্টাইলিস্টের ফুড পয়জনিং হয়ে যায়। তার মধ্যেই সে কাজ করে। আজ ওদের জন্যই আমি এখানে আসতে পেরেছি।’

এদিকে এতকিছুর পর যদিও হালকা গোলাপি পালকে সাজানো গাউনে মোহময়ী লাগছিল পূজাকে। আর এ বছরই প্রথম কান-এর রেড কার্পেটে পা রাখলেন অভিনেত্রী। এ ছাড়া এবারের কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান পাচ্ছে ভারত। 'কান্ট্রি অব অনার' হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে।

ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যেই ভারতকে এই সম্মান দিয়েছে ফ্রান্স। সে উপলক্ষ্যে ভারত থেকে ১১ সদস্যের প্রতিনিধি দলের অংশ হিসেবে মূলত পূজা যোগ দিয়েছেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে প্রতিনিধিদলে এআর রহমান, তামান্না ভাটিয়া, নয়নতারা, মাধবন ও নওয়াজউদ্দিন সিদ্দিকীও ছিলেন। বর্তমানে পূজা কাজ করছেন ‘কভি ইদ কভি দিওয়ালি’ নামে ছবিতে। তার বিপরীতে রয়েছেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান।

এসএ/