একই মেয়ের প্রেমে বেশি দিন মন টেকে না: সালমান খান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


একই মেয়ের প্রেমে বেশি দিন মন টেকে না: সালমান খান

বলিউডের ভাইজান সালমান। একের পর এক প্রেমের কাহিনি কম মাতায়নি। বান্ধবীদের নিয়ে চর্চাও লাগাতার। কিন্তু কোনো সম্পর্ককেই দীর্ঘস্থায়ী হয়নি এই তারকার। 

নায়িকা ভাগ্যশ্রী এক সাক্ষাৎকারে প্রকাশ্যে এনেছেন সালমানের প্রেমিকাদের এমন দীর্ঘ তালিকার নেপথ্য রহস্য!

এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেছেন, ‘সালমান একবার বলেছিলেন, তিনি চাননা ভালো মেয়েরা তার প্রেমে পড়ুক। এমন অদ্ভুত কথার পেছনের কারণ জানতে চাওয়ায় সালমান বলেন, ‘একই মেয়ের প্রেমে বেশীদিন মন টেকে না। কিছুদিন একসঙ্গে কাটালেই একঘেয়ে লাগে। আর এমন স্বভাব যতদিন পাল্টাতে না পারবো, ততদিন চাইনা কেউ আমার খুব কাছাকাছি আসুক। তাই প্রেমে পড়লেও খুব বেশি জড়াই না তাতে।’

সাক্ষাৎকারে ভাগ্যশ্রী আরও বলেন, আসলে সালমান নিজে মেয়েদের প্রেমে পড়েন না। মেয়েরাই নাকি সালমানের পেছনে ছোটেন।

গুঞ্জন রটেছে, হলিউড অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে প্রেম চলছে সালমান খানের। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সালমানের সঙ্গে দেখা গিয়েছে সামান্থাকে। সেখানে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন দুই দেশের দুই তারকা। অভিনেতার ৫৬তম জন্মদিনের উদযাপনে তার পানভেলের বাড়িতেও উপস্থিত ছিলেন এই অভিনেত্রী।

ওআ/