মৃত্যুর গুজবে বিরক্ত হানিফ সংকেত, নিচ্ছেন আইনি পদক্ষেপ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মঙ্গলবার (২৪ মে) রাত থেকে এমনই খবর ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এমন সংবাদ ছড়িয়ে পড়ায় হানিফ সংকেত দুঃখ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকে অনেকের ফোন কল পেয়েছি। কি বলবো আমি খুবই বিব্রত! এর আগেও এমন ঘটনা ঘটেছে অনেককে নিয়ে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।'
এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বলেন, ‘ইতোমধ্যেই আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেওয়া হয়। দুদিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানোটা সত্যি দুঃখজনক।’
এর আগে গত বছরের জুনে গুজব ছড়ানো হয়, ‘ইত্যাদি’র নিয়মিত আইটেম নানা-নাতির ‘নাতি’ নিপু মারা গেছেন। সে সময় হানিফ সংকেত গণমাধ্যমকে জানিয়েছিলেন, খবরটি ভুয়া। তিনি বলেছিলেন, ‘ফেসবুকে কিছু মানুষ আছে, তারা কোনো কিছু না বুঝেই উল্টাপাল্টা খবর ছড়ায়। নিজেদের পাবলিসিটি করে। এদের শাস্তির আওতায় আনা উচিত।’
আশির দশক থেকে শুরু করে দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের দর্শককুলকে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন হানিফ সংকেত। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। ইত্যাদি অনুষ্ঠানের পাশাপাশি ঈদ উৎসবে টিভিতে তার রচিত ও পরিচালিত নাটকও প্রচারিত হয়।
হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিদেশি ভাষার যে ফানি ক্লিপগুলো দেখানো হতো, তাতে তিনি নিজেই কণ্ঠ দিতেন। এর বাইরে একসময় তাকে হুমায়ূন আহমেদের কিছু নাটকে অভিনয় করতেও দেখা গেছে। যদিও নিজেকে নিয়ে ছড়ানো মৃত্যুর গুজবে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি হানিফ সংকেত।
ওআ/