পঞ্চাশে পা রাখলেন করণ জোহর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বলিউডের নামজাদা প্রযোজক ও পরিচালক করণ জোহর। বুধবার (২৫ মে) ৫০ বছরে পা রাখলেন তিনি। নিজের জন্মদিন উপলক্ষে আগের দিন মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেন করন। পার্টিতে করণের ঘনিষ্ঠ বন্ধু গৌরী খান, ফারাহ খান, সীমা খান, মনীশ মালহোত্রা এবং মাহিপ কাপুর যোগ দিয়েছিলেন।
মনীশ তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘আজ রাতের সবচেয়ে সুন্দর সেটিং, শুভ জন্মদিন!’ কারণের সঙ্গে একটি সেলফিও শেয়ার করেছেন তিনি। একটি পাপারাজ্জি ইনস্টাগ্রামে করণ জোহরের বাসভবনের প্রবেশপথে বেলুন দিয়ে ‘৫০এবং চমৎকার’ লেখা রয়েছে।
ফারাহ খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘করণ ৫০তম শুভেচ্ছা .. আমার সবচেয়ে মজাদার এবং বুদ্ধিমান বন্ধু।’
করণের অন্যান্য বন্ধু এবং সহকর্মীরা সকালে করণকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানাতে শুরু করেন। নেহা ধুপিয়া ইনস্টাগ্রামে করণের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘শুভ জন্মদিন করণ, আপনি সবসময় খাঁটি সোনা ছিলেন।’
সোশ্যাল মিডিয়ায় করণ লেখেন যে, যদিও আমি জানি যে এটা আমার জীবনের মাঝামাঝি সময়, তাও আমি নিজেকে মিলেনিয়ল ভাবি। কেউ কেউ এটাকে মিড লাইফ ক্রাইসিস বলে। আমি এটাকে বলি, ক্ষমাহীন হয়ে জীবন কাটানো।
করণ আরও লেখেন, আমি এই ইন্ডাস্ট্রিতে ২৭ বছর কাজ করছি। আমি ধন্য যে আমি জীবনে সেরা অভিজ্ঞতা উপভোগ করেছি। গল্প বলা, কনটেন্ট তৈরি করা, নতুন ট্যালেন্ট তুলে আনা, ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের চোখের সামনে অভিনয় করতে দেখা, আমার কাছে এটা স্বপ্নের মতো। প্রশংসা থেকে শুরু করে ট্রল,সব কিছু আমার জন্য একটা বিশাল শিক্ষা।
নিজের আগামী সিনেমার ঘোষণাও দেন করণ। এই প্রথম অ্যাকশন ফিল্ম তৈরি করবেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে এর শুটিং শুরু হবে। পাশাপাশি করণ জানান যে তার ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি।
ওআ/