‘রাস্তা’য় সিয়ামের নায়িকা নবাগতা স্নিগ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গেল বছরের অক্টোবরে ‘রাস্তা’ শিরোনামে নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেই ঘোষণায় জানানো হয়েছিল, এই সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা, জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। তবে নির্দিষ্ট সময় শুটিং শুরু না হলেও অবশেষে শুটিং ফ্লোরে গড়াচ্ছে সিনেমাটি।
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, জুন মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমায় সিয়াম আহমেদের নায়িকা হচ্ছেন স্নিগ্ধা চৌধুরী।
সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা স্নিগ্ধা বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এ সময়ের মডেলিংয়ে চেনা মুখও তিনি। এবার নাম লেখালেন রূপালী জগতে। প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন তিনি।
স্নিগ্ধা চৌধুরী জানান, আগে কখনোই অভিনয়ের অভিজ্ঞতা নেই তার। চেয়েছিলেন বড় কোনো মাধ্যমেই অভিনয়যাত্রা শুরু করতে। এ লক্ষ্যে বেশ কিছুদিন আগে ‘রাস্তা’র জন্য অডিশন দিয়েছিলেন। নির্বাচিতও হন। এবার ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা। আগামী জুন থেকে শুরু হতে যাচ্ছে শুটিং। তাই একইসঙ্গে বেশ রোমাঞ্চিত ও নার্ভাস তিনি।
সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যখন নতুন নায়িকার ঘোষণা দেয়া হয় তখন আমি রাফির ভাইকে ফেসবুকে নক করি। তিনি অডিশন নেন। তবে কখনো ভাবিনি আমাকে নির্বাচিত করা হবে। দারুণ একটি গল্পে কাজ করতে যাচ্ছি। সবার সহযোগিতায় নিজের সেরাটা দিয়ে কাজটি করতে চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
সিনেমায় নিয়মিত হবেন? সিনেমায় কাজ করার স্বপ্ন নিয়েই মিডিয়াতে আসা। আমার পরিবারের কেউ মিডিয়ায় নেই। তাই শুরুটা সহজ ছিল না। অনেক প্রতিকূলতা পেরিয়ে প্রতিনিয়ত ছুটে চলছি স্বপ্ন পূরণের তাগিতে। ছোট বেলাতেই স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়ার। সেই লক্ষ্যেই আগাচ্ছি। অবশেষে কাঙ্খিত স্বপ্ন ধরা দিয়েছে। এখন সেই স্বপ্ন পূরণের পালা।
তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় নায়ক সিয়াম আহমেদ পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা। এর আগে রায়হান রাফি ও সিয়াম জুটি বেঁধে জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় কাজ করেছেন।
রংপুরে বেড়ে ওঠা, ক্লাসিক্যাল ড্যান্সে পারদর্শী স্নিগ্ধার মডেলিংয়ে যাত্রা শুরু ২০১৮ সালে। এরই মধ্যে বেশ কিছু প্রকাশনার পাশাপাশি বিভিন্ন পণ্যের মডেল হিসেবে কাজ করে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
ওআ/