গোপনে বিয়ে করলেন সেই সানাই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গোপনে বিয়ে করলেন সেই সানাই

বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শুক্রবার (২৭ মে) নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈত্রিক বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সানাই মাহবুবের বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। মুসার বাড়ি একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে। পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়েছে।

সানাইয়ের শোবিজ যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। পাশাপাশি করতেন টুকটাক উপস্থাপনা। ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও সানাইয়ের কোনো সিনেমাই মুক্তি পায়নি।

এরপর কিছুদিন লাপাত্তা ছিলেন এই অভিনেত্রী। ফিরে আসার পর তার মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে তার বক্ষযুগল। পরে বিভিন্ন সাক্ষাৎকারে সানাই নিজেই কবুল করেন যে, বিদেশ থেকে সার্জারির মাধ্যমে তিনি স্তন বড় করেছেন, যাতে তাকে আকর্ষণীয় দেখায়।

এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা-বিতর্ক হয়। এদিকে গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। বেছে নেন ইসলামিক জীবনযাপন। নিয়মিত বোরকা-হিজাব পরে চলেন। শোবিজ জগতের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর থেকে তাকে নিয়ে চর্চা থেমে যায়।

ওআ/