শত কোটির ক্লাব পেরিয়ে কার্তিক-কিয়ারা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শত কোটির ক্লাব পেরিয়ে কার্তিক-কিয়ারা

তামিল, তেলেগু, কন্নড় সহ দক্ষিণী সিনেমাগুলোর প্রভাবে কোণঠাসা বলিউড। দক্ষিণী সিনেমাগুলোর অসাধারণ গল্প ও চিত্রনাট্যের কাছে যেন অসহায় হয়ে পড়েছে বলিউড। হিন্দি সিনেমাতে যেন ভাটা পড়েছে। সাম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের সবগুলো সিনেমাই ফ্লপ। অজয় দেবগন-অমিতাভের ‘রানওয়ে ৩৪’, টাইগার শ্রফ ও নওয়াজউদ্দিনের ‘হিরোপান্তি ২’, জন আব্রাহামের ‘অ্যাটাক’, অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ ও শহীদ কাপুরের ‘জার্সি’। এত বড় বড় তারকারা যখন সফল সিনেমা দিতে পারছেন না, তখন অনেকেই বলছিল, বলিউড ঝিমিয়ে পড়েছে।

এরই মধ্যে বলিউড ব্যবসায় যেন আসার জাগিয়েছে আনিস বাজমি পরিচালিত কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘ভুল ভুলাইয়া-টু’ সিনেমাটি। গত ২০ মে মুক্তি পেয়েছে রোমান্টিক গল্পে নির্মিত এই সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।

বলিউড বাবলের প্রতিবেদনে জানা গেছে, ‌‘মুক্তির দ্বিতীয় সপ্তাহে নিজ দাপট ধরে রেখেছে ‘ভুল ভুলাইয়া টু’। এরই মধ্যে শত কোটির ক্লাব পেরিয়ে গেছে এটি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে বলেন, ‘গত শুক্রবার ৬.৫২ কোটি, শনিবার ১১.৩৫ কোটি, রোববার ১২.৭৭ কোটি রুপি আয় করেছেন ‘ভুল ভুলাইয়া টু’। যার মোট আয় দাঁড়িয়েছে ১২২ কোটি ৬৯ লাখ রুপি।’

আশাবাদ ব্যক্ত করে তরন আদর্শ বলেন ‘দ্বিতীয় সপ্তাহ শেষে সিনেমাটির আয় ১৫০ কোটি রুপির ক্লাব পার করবে; সেটা ১৭৫ কোটি রুপিও হতে পারে।’

বলিউড বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানান, ‘রোববার ভারতে ছুটির দিন। সে হিসেবে এদিন আয় আরও বাড়বে। আর তৃতীয় দিন শেষে সহজেই ৫০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে ‘ভুল ভুলাইয়া ২’। দ্বিতীয় সপ্তাহ শেষে সিনেমাটির আয় ১৫০ কোটি রুপির ক্লাব পার করবে; সেটা ১৭৫ কোটি রুপিও হতে পারে।’ 

উল্লেখ্য, ‘ভুল ভুলাইয়া’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পায় তারই সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া-টু’। এতে আরো অভিনয় করেছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, রাজেশ শর্মা প্রমুখ। 

এসএ/