রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ বিকেলে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ১৬ প্রস্তাব নিয়ে
যাচ্ছে আওয়ামী লীগ।
সোমবার
(১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ শুরু
হবে। সংলাপে আওয়ামী লীগ সভাপতি
শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।
প্রতিনিধি
দলের অন্যরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য
আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম
সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির
নানক ও আব্দুর রহমান।
নির্বাচন
কমিশন গঠন নিয়ে আলোচনা করতে ২০ ডিসেম্বর সংলাপ
শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেদিন সংসদের বিরোধী দল জাতীয় পার্টি
(জাপা) সংলাপে অংশ নেয়। এরপর ধারাবাহিকভাবে বেশকিছু দল সংলাপে অংশ
নেয়। তবে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ (রব) ছয়টি রাজনৈতিক দল সংলাপে না
যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আওয়ামী
লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই নতুন ইসি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার : মির্জা ফখরুল

ঐক্যমতের ভিত্তিতে আগামীতে নির্বাচন হবে : মির্জা ফখরুল

অন্তবর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করবেন, আশা মির্জা ফখরুলের

চাঁদাবাজ-দখলবাজমুক্ত সমাজ গড়তে চাই : জামায়াত আমির
