মহাকাশ স্টেশন নির্মাণে পুনরায় নভোচারী পাঠাচ্ছে চীন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
২০২১ সালের এপ্রিলে শুরু হওয়া তিন মডিউলের অসমাপ্ত মহাকাশ স্টেশনটির জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও নভোচারীদের নিয়ে রবিবার (৫ জুন) এই মহাকাশযান যাত্রা করবে চীন। মহাকাশচারীরা প্রায় ছয় মাস ধরে মহাকাশে অবস্থান করে তারা মহাকাশ স্টেশন নির্মাণের কাজ করবেন।
শনিবার (৪ জুন) সকালে রয়টার্সের বরাত এক সংবাদ সম্মেলনে চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, রবিবার (৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল দশটা ৪৪ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। উত্তর পূর্বাঞ্চলীয় গনঝু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাশূন্যে পাড়ি জমাবে এই মহাকাশযানটি।
মিশন কমান্ডার জেন ডং এর সঙ্গে থাকবেন মহাকাশচারী লিউ ইয়াং এবং চাই জুঝে। তারা শেনঝু নামের একটি মহাকাশযানে রওনা দেবেন। চীনা ভাষায় এর অর্থ ‘স্বর্গীয় জাহাজ’।
মহাকাশ সংস্থার কর্মকর্তা লিন জিকিয়াং বলেন, “উৎক্ষেপণের যাবতীয় প্রস্তুতি মূলত শেষ হয়েছে।”
এই বছরের শেষ নাগাদ মহাকাশ স্টেশনের কাজ শেষ করতে চায় চীন। এজন্য মোট ১১টি মনুষ্যবাহী অভিযান পরিচালনা করতে হবে। শেনঝু-১৪ হতে যাচ্ছে সপ্তম অভিযান।
এর আগে ২০২১ সালের এপ্রিলে তিন মডিউলের মহাকাশ স্টেশন নির্মাণ শুরু করে চীন। ওই সময় প্রথম পাঠানো হয় সবচেয়ে বড় মডিউল তিহানহে। একটি মেট্রো বাসের চেয়ে সামান্য বড় তিহানহে স্টেশন নির্মাণ শেষে মহাকাশচারীদের বাসস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। জুলাই ও অক্টোবরে বাকি দুইটি মডিউল মহাকাশে পাঠানো হবে বলে জানা গেছে।
এসএ/