করোনায় আক্রান্ত শাহরুখ খান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গত কয়েকদিনে একাধিক বলিউড তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এবার করোনায় আক্রান্ত হয়েছেন শাহরুখ খান।
রবিবার (৫ জুন) শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। অভিনেতা নিজে এখনও সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কিছু জানাননি। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর। শোনা যাচ্ছে, বন্ধু করণ জোহরের পার্টিতে গিয়েই সংক্রমিত হয়েছে বলিউড বাদশা।
আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।
এদিকে শনিবার নিজের নতুন ছবির কথা ঘোষণা করেছেন শাহরুখ খান। দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবিতে ‘জওয়ান’ হিসেবে দেখা যাবে শাহরুখকে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘পাঠান’ ও ‘ডাঙ্কি’। সবক’টি ছবিই ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা। ‘পাঠান’ ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করছেন শাহরুখ।
করণের জন্মদিনের পার্টিতে গিয়েই কি এক গুচ্ছ তারকা সংক্রমিত হলেন? জল্পনা শুরু হয়েছে সে নিয়েই। গত ২৫ মে ছিল কর্ণের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে রীতিমতো তারার হাট বসে যশরাজ স্টুডিয়োর অন্দরে। বলিপাড়ার খবর, অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান, আমির খান, সলমন খান, সইফ আলি খান, করিনা কাপূর, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, তব্বু, টুইঙ্কল খন্না, অনুষ্কা শর্মা, কারিশ্মা কাপূর, সোনালি বেন্দ্রে, রবিনা ট্যান্ডন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপূর-সহ বলিউডের বড়, ছোট, মাঝারি বহু তারকাই। অনেকে এসেছিলেন সপরিবারেও।
ওআ/