বিবারের মুখের একপাশ প্যারালাইজড হয়ে গেছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কানাডীয় পপতারকা জাস্টিন বিবার মারাত্বক ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে। ভাইরাস তার মুখের একপাশ অসাড় করে ফেলেছে। যার ফলে শো বাতিল করতে হয়েছে ২৮ বছরের এই পপ তারকার।
শুক্রবার (১০ জুন) এক ইন্সটাগ্রাম ভিডিওতে বিবার জানান, “র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ার ফলে তার মুখের ডানপাশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। এর ফলে ডান চোখ খুলতে ও মুখের ডানপাশ নাড়াতে পারছি না।”
র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির কানের আশেপাশের স্নায়ুগুলো অবশ হয়ে যাওয়ায় মুখের পেশিগুলো নাড়াতে অক্ষম হয়ে পড়েন তিনি।
বিবার জানান, “এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ওয়ার্ল্ড ট্যুরের এ মাসের তিনটি শো পেছানো হয়েছে। ভক্তদেরকে ধৈর্য ধরার অনুরোধ করছি।
আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সময়টুকুতে আমি বিশ্রাম নিতে চাই, যেন আবার একশ ভাগ সুস্থ হয়ে সেটাই করতে পারি যা করতে আমার জন্ম হয়েছে।”
২৮ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীর স্ত্রী হেইলি বিবার এ বছরের মার্চে ব্রেইন স্ট্রোক করেন। পরে অস্ত্রোপচার করে তার হৃদযন্ত্রের একটি ছিদ্র বন্ধ করা হয়।
এসএ/