Logo

মেয়েদের শরীরের খোঁজই সবাই রাখেন: মধুমিতা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
14Shares
মেয়েদের শরীরের খোঁজই সবাই রাখেন: মধুমিতা
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝে না’ তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা পান অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৯ মধুমিতা-সৌরভ চক...

বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝে না তে ‘পাখি চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা পান অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৯ মধুমিতা-সৌরভ চক্রবর্তী বিয়ে বিচ্ছেদ হয়, সংসার ভাঙার পর বহুবার প্রেম-বিয়ে এসব নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। শুধু এখানেই শেষ নয় খোলামেলা পোশাক নিয়ে কম সমালোচনা হয়নি তাকে ঘিরে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে মধুমিতা বলেন—‘‘চরিত্র করতে করতে কোথাও যেন আমি আর ‘পর্ণা একাকার। আমাকেও তো এখনো খোলামেলা ছবি বা ছোট পোশাকে দেখলে তথাকথিত অনুরাগীরা মন্তব্য লেখেন, ‘পাখি কেন এভাবে! আপনাকে সালোয়ার-কামিজেই বেশি ভালো লাগে। সনাতনী সাজে আপনি বেশি সুন্দরী।’’

আক্ষেপ করে মধুমিতা বলেন—‘বিশ্বাস করতে না চাইলেও এটাই সত্যি। বিদেশ বা মুম্বাই তুলনায় বদলেছে। পাশ্চাত্যে নিজের শরীর নিজের দায়িত্ব, এই নীতিবোধে বিশ্বাসী। ফলে, কে কার শরীর দেখল, তাকে প্রকাশ্যে আনল, তা নিয়ে কেউ মাথা ঘামায় না! বলিউডের নায়িকারাও যথেষ্ট সাহসী। তাদের অনেকেরই এমএমএস ফাঁস হয়েছে। তারপরেও তারা স্বাভাবিকভাবেই কাজ করে চলেছেন। ব্যতিক্রম বাংলা, নীতিবাগীশ! শরীর সামান্য বে-আব্রু হলেই গেল গেল রব। এখনো আমাদের রাজ্যে, শহরে, শহরতলিতে মেয়েদের শরীরের খোঁজই সবাই রাখেন। মনের খোঁজ কেউ নেন না। সেই আশা করাও যেন অন্যায়।

বিজ্ঞাপন

সুকান্ত গাঙ্গুলির ‘বটতলা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। এটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে এটি।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD