চলে গেলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চলে গেলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়

ক্যানসারে আক্রান্ত হয়ে  মারা গেলেন টলিউডের অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। 

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে আটটায় কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

জানা গেছে, অভিনেতা খাদ্যনালীর ক্যানসারে ভুগছিলেন। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গলায় স্টেনও বসেছিল তাঁর। গত কয়েকদিন ধরেই আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা। কিন্তু শেষমেশ আর রক্ষা করা গেল না। ক্যানসারের কাছে হার স্বীকার করলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়।
 
বড়পর্দা, ছোটপর্দার পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বহু সিরিয়াল, ছবিতে কাজ করেছেন। বিশেষ করে সৌমিক সেন পরিচালিত ‘মহালয়া’ ছবিতে তাঁর অভিনয় এখনো মনে রেখে দিয়েছেন দর্শকরা। সুরকার গায়ক পঙ্কজ কুমার মল্লিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত এবং শুভাশিস মুখোপাধ্যায়।

একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়। ‘খনার বচন’ সিরিয়ালে খল চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। শুধু অভিনয় নয়, সংলাপও লিখতেন তিনি। ‘চোলাই’ ছবিতে সংলাপ লেখকের কাজ করেছিলেন শুভময় চট্টোপাধ্যায়। সেরা সংলাপ লেখক হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন তিনি।

সূত্র: বাংলা হান্ট

ওআ/