দুই স্ত্রী ছেড়ে যাওয়ার শোকে আবার বিয়ে, অতঃপর...
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিয়ে সাধ মেটাতে ৪ বার বিয়ে সেরে ফেলেছেন অলিউর রহমান (৪৫)। বাড়িতে প্রথম পক্ষের স্ত্রী আছেন। দুই এবং তিন নম্বর পরিবার অবশ্য ছেড়ে গিয়েছেন অলিউরকে। সেই শোক সামলাতেই চতুর্থ বার বিয়ে করে ফেলেন তিনি। তবে নববধূর বরণ ততটা মধুর হল না। নতুন বৌ নিয়ে ঘরে ঢুকতে গিয়ে প্রথম পক্ষের দুই ছেলের হাতে মার খেয়েছেন অলিউর। প্রথম পক্ষের স্ত্রী ও ঝাটা পেটা করেছেন। নতুন বৌকেও পেটানো হয়েছে ভাল মতো।
অভিযোগ, তিনিও নাকি দা হাতে স্বামীকে রক্ষা করতে নেমেছিলেন সম্মুখে। রবিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের মাটিয়া থানার স্বরুপনগর বাজার এলাকার ঘটনা। খবর যায় থানায়। স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে এবং মারধরের অভিযোগে অলিউর তাঁর চতুর্থ পক্ষের স্ত্রী, বাবা, মা ও ভাইকে গ্রেফতার করেছে।
অলিউর অবশ্য একের পর এক বিয়ে নিয়ে খোলামেলা কথাই বলেছেন।
তিনি বলেন, “বিয়ে করতে ইচ্ছা হয়েছে বলেই করেছি। এর জন্য প্রথম স্ত্রীর মতামত নিতে হবে। এমন কথা তো কেউ বলেনি। এত কিছুর পরে প্রথম স্ত্রী তাজমিরা এখনও স্বামীর মঙ্গলই চাইছেন। তার কথায়, ভেবে ছিলাম স্বামীর ঘাড়ে বিয়ের ভূত ছেপেছে তাই ঝাটাপেটা করে ভূত তাড়ানোর চেষ্টা করে ছিলাম। এই নিয়ে এলাকায় রসালো আলোচনা সৃষ্টি হয়েছে।”
এসএ/