শুটিং সেটেই অসুস্থ দীপিকা, দ্রুত নেওয়া হলো হাসপাতালে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শুটিং সেটেই অসুস্থ দীপিকা, দ্রুত নেওয়া হলো হাসপাতালে

বৈজয়ন্তী ফিল্মসের প্রযোজনায় কল্পবিজ্ঞানমূলক ছবি ‘প্রজেক্ট কে’-র শ্যুটিং চলছিল। মঙ্গলবার (১৪ জুন) সেই দক্ষিণী ছবির সেটে থাকাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 

জানান, তাঁর মাথা ঘুরছে, শ্বাস নিতে পারছেন না। সেই পরিস্থিতিতে তাঁকে দ্রুত হায়দরাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ভর্তি করিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন।

হাসপাতাল সূত্রে খবর, কিছু ক্ষণ পর অভিনেত্রী সুস্থ বোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

প্রভাসের সঙ্গে পরবর্তী ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবির নাম ‘প্রজেক্ট কে’। আপাতত সেই ছবির শুটিং চলছে হায়দারাবাদে। এই প্রথম পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। এছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও দিশা পাটানিকে। 

সূত্র: জিনিউজ

ওআ/