৬৫ লাখ করে সরকারি অনুদান পেলেন শাকিব-অপু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৬৫ লাখ করে সরকারি অনুদান পেলেন শাকিব-অপু

সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। এবার দুজনে একসঙ্গে প্রযোজক হিসেবে সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন।

বুধবার (১৫ জুন) তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, আলাদাভাবে প্রযোজক হিসেবে সিনেমা নির্মাণের জন্য তাদের এই অনুদান দেওয়া হয়েছে। ‘লাল শাড়ি’ সিনেমার জন্য অপু বিশ্বাস পাচ্ছেন ৬৫ লাখ টাকা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এদিকে শাকিব খান ‘মায়া’ সিনেমার জন্য একই পরিমাণ অর্থ অনুদান পাচ্ছেন। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

ওআ/