মোশাররফ করিমের জন্য ঢাকায় এলেন পার্নো মিত্র


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


মোশাররফ করিমের জন্য ঢাকায় এলেন পার্নো মিত্র

বিনোদন প্রতিবেদক:  বেশ কয়েকদিন হলো নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে সরকারি অনুদানের ‘বিলডাকিনী সিনেমার শুটিং শুরু হয়েছে। আর এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা মোশাররফ করিম।

এবার তাতে যোগ দিতে কলকাতা থেকে ঢাকা ছুঁয়ে সরাসরি নওগাঁয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। ১৮ জানুয়ারি সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছেন কলকাতার এ জনপ্রিয় অভিনেত্রী।

এ বিষয়ে নির্মাতা ফজলুল কবীর তুহিন জানান, পার্নো মিত্র এসে পৌঁছানোর পর একদিন তাকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। বুধবার থেকে তার ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা। কিন্তু নিজের সিদ্ধান্তেই মঙ্গলবার থেকে শুটিং শুরু করেন অভিনেত্রী।

তুহিন জানান, নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যেই পুরো সিনেমার কাজ শেষ হবে। আপাতত ৬০ ভাগ সম্পন্ন হয়েছে বলে দাবি পরিচালকের।

নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এই সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সরকারি অনুদানের পাশাপাশি এর সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।

ওআ/