মডেল হলেন নাঈম-শাবনাজের দুই কন্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মডেল হলেন নাঈম-শাবনাজের দুই কন্যা

ঢাকাই সিনেমার নব্বই দশকের অত্যন্ত জনপ্রিয় জুটি  নাঈম-শাবনাজের দুই কন্যা মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেন। বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে প্রথম বারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম।  

তবে এই মডেল হওয়ার আগে মেয়েদের শর্ত দিয়েছেন নাঈম দম্পত্তি। সেই শর্তের কথা জানিয়ে মাহাদিয়া বলেন, ‍“বাবার সঙ্গে আলোচনা করে বিজ্ঞাপনটি করার অনুমতি দেন। তবে একটা শর্তও জুড়ে দেন, এমন কিছু যেন আমরা দুই বোন না করি, যেটাতে পরিবারকে অসম্মানিত হতে হয়।”

এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে মাহাদিয়া জানালেন, “কোম্পানি থেকেই প্রথম আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমি বেশ ভয়ে ভয়ে মায়ের সঙ্গে প্রস্তাবটি শেয়ার করি। মা তখন কিছু বলেননি। পরে বাবার সঙ্গে কথা বলি।”

জানা গেছে, বিজ্ঞাপনটির শুটিং হয়েছে ১৪ জুন। আগামী সপ্তাহে সারা দেশে ব্যানার হবে। ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হবে বিজ্ঞাপনচিত্রটি।

এসএ/