মা-বাবা হতে যাচ্ছেন আলিয়া-রণবীর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মা-বাবা হতে যাচ্ছেন আলিয়া-রণবীর

বিয়ের আড়াই মাসে সুখবর দিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট।

মা হতে চলেছেন আলিয়া। সোমবার (২৭ জুন) সকালে সামাজিক পাতায় এ সুখবর দেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে আলিয়া ক্যাপশন জুড়েছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে!

রণবীর-আলিয়ার এই সুখবরে মুহূর্তেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। পোস্ট দেয়ার মাত্র ৪০ মিনিটে আলিয়ার পোস্টে প্রায় ১০ লাখ রিঅ্যাকশন এসেছে। আর হাজার হাজার মন্তব্যে সবাই শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন দম্পতির প্রতি।

উল্লেখ্য, কয়েক বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর গত ১৪ এপ্রিল জমকালো আয়োজনে তারা মালা বদল করেন। কাপুর ও ভাট পরিবারের সবার উপস্থিতিতে রণবীরের বাড়ি ‘বাস্তু’তে হয়েছিল বিয়ের আয়োজন।

রণবীর-আলিয়ার বিয়েতে ভক্তরা বেজায় খুশি হয়েছিল। সেই খুশির রেষ কাটতে না কাটতেই নতুন খুশির আবেশ ছড়িয়ে দিলেন তারা।

ওআ/