কাছের মানুষকেও চিনতে পারছেন না শেহনাজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বলিউড অভিনেত্রী অভিনেত্রী শেহনাজ ট্রেজারি বাইরের মানুষতো দুরের কথা নিজের পরিবার ও আত্মীয় স্বজনদেরও চিনতে পারছেন না। ইশক ভিশক সিনেমার এ অভিনেত্রী প্রোসোপ্যাগনোসিয়া নামের বিরল রোগে আক্রান্ত হয়েছেন।
অভিনেত্রী জানান, “মুখ চিনতে অসুবিধা হওয়ায় কণ্ঠস্বরের সাহায্যে মানুষকে মনে রাখার চেষ্টা করতেন তিনি।”
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অসুস্থতার কথা জানিয়ে এ শেহনাজ লেখেন, “আমার প্রোসোপ্যাগনোসিয়া টু ধরা পড়েছে। এবার বুঝতে পারছি, কেন আমি মানুষের মুখ চিনতে পারি না। মুখ দেখে অনেককেই চিনে উঠতে পারতাম না। আমার লজ্জা করত। কণ্ঠস্বর দিয়ে তাদের মনে রাখতাম।”
রোগটির লক্ষণ সম্পর্কে সবাইকে অবহিত করে শেহনাজ জানিয়েছেন, “এই রোগে আক্রান্ত হলে পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধবদের চেনাও কঠিন হয়ে ওঠে। অনেক সময় দীর্ঘ দিন পর কোনো ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা হলেও এই সমস্যার সম্মুখীন হতে হয়।”
অভিনেত্রী লেখেন, “প্রতিবেশী, বন্ধু, সহকর্মী, ক্লায়েন্ট, সহপাঠী- যারা ভাবে তুমি তাদের চিনবে, তাদেরও চিনতে অসুবিধা হয়। কাউকে চিনতে না পারলে নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন মনে হয়। এই সমস্যার কারণে অনেক সময় বন্ধুত্ব টেকে না। সহকর্মীরা ক্ষুণ্ন হন। আমার সঙ্গেও এগুলো হয়েছে।”
২০০৩ সালে শহীদ কাপুর ও অমৃতা রাওয়ের সঙ্গে ইশক ভিশক সিনেমায় অভিনয় করেন শেহনাজ। সিনেমাটি বেশ জনপ্রিয় হলেও অভিনেত্রী নিজের ছাপ ফেলতে পারেননি বলিউডে। এরপর ভ্লগার হিসেবে কাজ শুরু করেন তিনি। তিনি তৈরি করেন ভ্রমণ বিষয়ক ভিডিও।
এসএ/