মণিপুরে ভূমিধ্বসে নিহত ৭, নিখোঁজ ৫৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যের একটি দুর্গম অঞ্চলে ভূমিধ্বসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫৫ জন।
বৃহস্পতিবার (৩০ জুন) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ভোরে একটি নির্মাণাধীন রেলওয়ে সাইটে ভূমিধ্বসের পর সেখান থেকে ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।
ননি পুলিশ স্টেশন থেকে ১৪ কিলোমিটার দূরে মাখাউম এলাকায় তুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ননি জেলার ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে জানান, ওই ক্যাম্পে ৮১ জন মানুষ ছিলেন। যেহেতু রাত আনুমানিক দুইটা নাগাদ ভূমিধ্বসের ঘটনা ঘটে, বাকি ৫৫ জনকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা করতে সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
এসএ/