ফিলিপাইনসের বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি, নিহত ৩
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে দেশটির দক্ষিণের একজন প্রাক্তন মেয়রও রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার (২৪ জুলাই) দেশটিতে এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় কুইজন সিটির পুলিশ প্রধান রেমাস মেডিনা বলেছেন, “দক্ষিণ লামিটান শহরের প্রাক্তন মেয়র রোজ ফুরিগেকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে।”
দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলে মেয়ের স্নাতক পর্বে যোগ দিতে যান প্রাক্তন মেয়র ফুরিগেক, এসময় তাকে গুলি করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সাথে বন্দুকযুদ্ধে আহত হয়েছেন ওই সন্দেহভাজন। একটি গাড়িকে ধাওয়া করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে মেডিনা জানান, “ওই ব্যক্তির কাছ থেকে দুটি পিস্তল পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে তিনি একজন দৃঢ়চেতা ঘাতক। তদন্ত শেষে তার বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
এসএ/