আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, নিহত ৬
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বরাত জানা গেছে, ভারতের বিহার রাজ্যের সারন জেলার খুদাইবাগ গ্রামে এক আতশবাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। রোববার (২৪ জুলাই) এ খবর পাওয়া গেছে।
ওই আতশবাজি ব্যবসায়ীর নাম শাবির হোসেন। বিস্ফোরণের ফলে তার বাড়ির একটি অংশ উড়ে যায় এবং বাকি অংশে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে বিস্ফোরণে তারও মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাড়িটি একটি নদীর তীরে অবস্থিত, ‘যেখানে বাড়ির একটি বড় অংশ ধসে পড়েছে। বাড়িটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি করা হতো এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তা বিক্রি করা হতো। বিস্ফোরণের পর এক ঘণ্টা ধরে একটানা শব্দ শোনা যাচ্ছিল। বিস্ফোরণের তীব্রতায় শুধু বাড়িটিই ধ্বংস হয়নি, আশপাশের ছয়টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল দেখা দিয়েছে। এদিকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন আটজন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ছাপড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই গ্রামটি জেলা সদর ছাপড়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।’
সারন জেলার এসপি সন্তোষ কুমার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “বিস্ফোরণে বাড়ি ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা জায়নি।”
এসএ/