উত্তরপ্রদেশে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাশের দেশ ভারতের উত্তর প্রদেশে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। রাজ্যের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ডাবল ডেকার বাসের সংঘর্ষ ঘটে। খবর এনডিটিভি'র।
সোমবার (২৫ জুলাই) উত্তরপ্রদেশ রাজ্যের লখনউ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বারাবাঙ্কি জেলায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, আহতদের সিএইচসি হায়দারগড় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য লখনউয়ের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে।
এই দুর্ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী একটি টুইটে বলেছেন, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক। দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, লোনি কাটরা থানা এলাকার নরেন্দ্রপুর মাদ্রাহা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাসই বিহারের সীতামারহি এবং সুপল থেকে দিল্লি যাচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে।
এসএ/