কেনিয়ায় সেতু থেকে বাস নদীতে পড়ে ২৪ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আফ্রিকার দেশ কেনিয়ায় যাত্রীবাহি বাস নদীতে পড়ে অনন্ত ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় আরো অনেকে গুরুতর আহত হয়েছেন। নিখোঁজও রয়েছেন অনেকে। দেশটির মধ্যাঞ্চলে সেতু পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ছিটকে নদী উপত্যকায় পড়ে গেলে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রবিবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে মডার্ন কোস্ট বাস সার্ভিসের অন্তর্গত বাসটি মেরু শহর থেকে উপকূলীয় শহর মোম্বাসার দিকে যাচ্ছিল যখন এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির থারাকা নিথি কাউন্টিতে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কেনিয়ার নিথি নদীর সেতু থেকে ৪০ মিটার দূরের গভীর পানিতে পড়ে একটি বাস ডুবে যায়। এই দুর্ঘটনায় এখন পযর্ন্ত বাসে থাকা ২৪ জন মারা গিয়েছে কলে জানা গেছে। একই ঘটনায় অনেকে গুরুত্বর আহত হয়েছেন এবং নিখোঁজও রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, ‘রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
পূর্ব আফ্রিকান অঞ্চলের মধ্যে কেনিয়ায় এটি সর্বশেষ বাস দুর্ঘটনা। এই অঞ্চলের রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় প্রায়ই ঘটে এ ধরনের ঘটনা। তবে চালকের বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা ঘটে বলে দায়ী করে আসছে দেশটির পুলিশ।
কেনিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কেবিসি টেলিভিশনের খবর অনুযায়ী, বাসটি মেরু শহর থেকে উপকূলীয় শহর মোম্বাসার দিকে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। জীবিতদের সন্ধান এবং মৃতদেহ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কাউন্টি কমিশনার নোবার্ট কোমোরাকে উদ্ধৃত করে কেনিয়ার গণমাধ্যম ডেইলি নেশন জানিয়েছে, “আমরা দুঃখের সাথে জানাচ্ছি মেরু-নাইরোবি হাইওয়ের পাশে নিথি নদীর সেতুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় আমরা ২৪ জনকে হারিয়েছি।”
কোমোরা আরও বলেছেন, “প্রাথমিক তদন্তে বাসের ব্রেক সংক্রান্ত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
এর আগে, গত ৮ জুলাই নাইরোবী থেকে মোমবাসা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারান।
কেনিয়ার ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে পূর্ব আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৫৭৯ জন মারা গেছেন। যা আগের বছরের আগের তুলনায় ১৫ শতাংশ বেশি।
এসএ/