যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তি বাড়ানোর অজুহাত বন্ধ করা উচিত: চীন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পৃথিবীর দু'প্রান্তের দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্র। উত্তেজনা সবসময়ই লেগে থাকে এ দেশ দুটির মধ্যে। এবার সামরিক শক্তি বাড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অজুহাত খোঁজা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
চাও লি চিয়ান বলেন, “কিছু মার্কিনী স্নায়ুযুদ্ধ ও জিরো-সাম খেলার চিন্তাধারায় অবিচল আছেন, আসলে তারা সামরিক শক্তি বাড়ানোর জন্য অজুহাত খুঁজছেন।”
তিনি আরও বলেন, “তবে যুক্তরাষ্ট্রের উচিত ‘চীনা হুমকি’র অপপ্রচার, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সামরিক শক্তি বাড়ানোর জন্য অজুহাত খোঁজা বন্ধ করা।”
এর আগে ন্যাটোর ভবিষ্যৎ কৌশলপত্রে এই প্রথম চীনকে ‘মারাত্মক হুমকি’ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত হয়েছে সামরিক জোটটির সদস্যদেশগুলো।
সে সময় ন্যাটো মহাসচিব জেনস স্টলেনবার্গ বলেছিলেন, “চীন শত্রু না হলেও মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।”
ন্যাটোর এ মূল্যায়নকে বরাবরই ‘একেবারেই অনর্থক’ বলে মন্তব্য করেছে বেইজিং।
ন্যাটোর এমন অবস্থানের তীব্র বিরোধিতা করে চাও লি চিয়ান বলছিলেন, “কথিত চীনা হুমকি নিয়ে অতিরঞ্জিত প্রচার একেবারেই অনর্থক। ন্যাটোর কথিত ধারণাপত্রে অবাস্তব কথা বলা হয়েছে। প্রতিষ্ঠিত বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং চীনের পররাষ্ট্রনীতি নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।”
উল্লেখ্য, ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব বেড়েছে।
এসএ/