রাহুল গান্ধী আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাহুল গান্ধী আটক

ভারতে কংগ্রেস নেতা ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে দিল্লিতে ধেমটির সংসদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় রাহুল গান্ধীসহ অন্যান্য কংগ্রেস সংসদ সদস্যরা একটি প্রতিবাদ অবস্থান করছিলেন।

এনডিটিভি ‘র এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জিএসটির প্রতিবাদে নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনের রাস্তায় কঠোর নিরাপত্তা থাকার পরও সেখানে বসে বিক্ষোভ শুরু করেন রাহুল গান্ধী। তার সঙ্গে কংগ্রেসের আরও অনেক আইনপ্রণেতা ও দলীয় কর্মীরা ছিলেন। প্রায় ৩০ মিনিট অবস্থানের পর তাকে আটক করে একটি গাড়িতে তুলেছে পুলিশ।

এ সময় রাহুল গান্ধী চিৎকার করে বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র। মোদি হলেন রাজা।’ এর আগে রাস্তায় বসে বিক্ষোভ করার সময় তিনি বলেন, ‘আমি গ্রেফতারকে ভয় পাই না। আমি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্বের প্রতিবাদ এবং সাধারণ মানুষের কণ্ঠ হয়ে কথা বলছি।’

এদিকে, শহরের অন্যপ্রান্তে জাতীয় হেরাল্ড মামলায় ইডি অফিসে রাহুল গান্ধীর মা ও কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে কন্যা প্রিয়াঙ্কা গান্ধীও রয়েছে।

ওআ/