Logo

ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৯৮ কোটি টাকার লেনদেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২
77Shares
ডিএসইতে প্রথম ঘণ্টায় ১৯৮ কোটি টাকার লেনদেন
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লেনদেনের প্রথম ঘণ্টায় সব সূচকই উত্থানে রয়েছে। এ সময় লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ১৯৮ কোটি টাকা।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৭ পয়েন্টে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭২ পয়েন্টে পৌঁছায়।

অন্যদিকে, বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৬ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ পয়েন্টে।

বিজ্ঞাপন

প্রথম ঘণ্টার লেনদেনে অংশ নেওয়া মোট ৩৮৯ প্রতিষ্ঠানের মধ্যে ২৬২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ৫৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৭১টির দর।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯৭ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ১৩৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD