ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩,৮০০ ডলার ছাড়িয়েছে। এই নজিরবিহীন উত্থান বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও যে কোনো সময় নতুন দামের ঘোষণা আসতে পারে।
বিজ্ঞাপন
তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিগত জুলাই থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করলেও আগস্ট-সেপ্টেম্বর মাসে দাম বৃদ্ধির গতি আরও বেড়ে গেছে। এক মাসে আউন্সপ্রতি দাম প্রায় ৫০০ ডলার বেড়েছে।
এ অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বাংলাদেশেও একাধিক দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। প্রতিবারই নতুন রেকর্ড তৈরি হলেও পরে কিছুটা দাম কমানো হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের প্রতি ভরি দাম ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। ২৮ সেপ্টেম্বর নতুন সমন্বয়ে দাম কিছুটা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।
আবারও বাড়তে পারে দাম
বাজুসের এক সদস্য জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়তে থাকলে বাংলাদেশেও তা সমন্বয় করতে হবে। তার ভাষায়, “স্বর্ণের দামের ওপর দেশের ব্যবসায়ীদের কোনো নিয়ন্ত্রণ নেই। বিশ্ববাজারে যেমন দাম বাড়ে বা কমে, এখানেও তার প্রতিফলন ঘটে।”
বিজ্ঞাপন
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন ব্যাখ্যা দিয়ে বলেন, একাধিক আন্তর্জাতিক কারণ স্বর্ণের দাম বাড়াচ্ছে। আমেরিকার শুল্কনীতি নিয়ে টানাপোড়েন, চীন-রাশিয়া-ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-সংক্রান্ত উত্তেজনা— এসব কারণে ডলারের প্রতি আস্থা কমছে। ফলে চীন ও ভারতসহ অনেক দেশ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ মজুত করছে।
এছাড়া খনিতে উৎপাদন হ্রাস ও সরবরাহ কমে যাওয়াও দামের ঊর্ধ্বগতির অন্যতম কারণ বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সব মিলিয়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশের বাজারেও শিগগিরই নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।