Logo

হজযাত্রীদের জন্য সুখবর জানাল এনবিআর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৮:১৩
18Shares
হজযাত্রীদের জন্য সুখবর জানাল এনবিআর
ফাইল ছবি

আগামী ২০২৬ সালের হজযাত্রীদের জন্য সৌদি আরবগামী বিমানের টিকিটের ওপর থাকা আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানিয়েছে, সাধারণত হজযাত্রীদের প্লেন টিকিট বিক্রির সময় পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক যুক্ত করা হয় এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এবার সেই শুল্ক মওকুফ করা হয়েছে। এতে হজযাত্রীদের ভ্রমণ খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

বিজ্ঞাপন

এই পদক্ষেপ হজযাত্রীদের জন্য নতুন নয়; আগেও এনবিআর একাধিকবার হজযাত্রীদের জন্য টিকিটে আবগারি শুল্ক মওকুফ করেছিল। তবে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য এ সুবিধা নতুন করে কার্যকর করা হয়েছে।

এছাড়া, আগামী বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮,৫০০ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের ফলে হজযাত্রীদের আর্থিক চাপ কমবে এবং সৌদি আরবগামী ভ্রমণ আরও সুবিধাজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD