ডেইরি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ফরিদপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ম্যাচিং গ্রান্ট কার্যক্রম পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
বরিবার (৭ ডিসেম্বর) বিশ্বব্যাংকের আঞ্চলিক প্র্যাকটিস ম্যানেজার দিনা উমালী ডিনিঞ্জার, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর টাক্স টিম লিডার মি. আমাদু বা, কো টিটিএল সামিনা ইয়াসমীন এবং বিশ্বব্যাংকের অন্যান্য কর্মকর্তারা এলডিডিপ'র ম্যাচিং গ্রান্ট-এর বিভিন্ন ক্যাটাগরীতে অনুদান প্রাপ্ত উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শন করেন।
প্রকল্পের ম্যাচিং গ্রান্টের আওতায় ৮টি ক্যাটগরীতে নিযুক্ত থার্ড পার্টি ফার্মের মাধ্যমে নির্বাচিত ও গ্রান্ট রিভিউ-কমিটি কমিটি কর্তৃক চূড়ান্ত নির্বাচিত ৪০৪ জন উদ্যোক্তাকে ম্যাচিং গ্রান্ট প্রদান প্রদান করা হয়। মূলত: প্রকল্পের ডেইরী প্রোডিউসার গ্রুপের সাথে বাজার সংযোগ সৃষ্টি ও প্রসেসিং প্লান্ট স্থাপনের উদ্দেশ্যে উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে মোট বিনিয়োগের ৬০ শতাংশ উদ্যোক্তার এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪০ শতাংশ গ্রান্ট প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে ভোজ্যতেল
বিজ্ঞাপন
প্রথমে বিশ্বব্যাংক টিম জেলা প্রাণিসম্পদ দপ্তর, ফরিদপুর-এ যান। সেখানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ, টিমকে উষ্ণ অভ্যার্থনা এবং এলডিডিপি-এর আওতায় ফরিদপুর জেলায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রীফ করেন। সেখান বিশ্বব্যাংক টিম সদর উপজেলার কবিরপুরে অবস্থিত এলডিডিপি’র ম্যাচিংগ্রান্ট-এর অনুদানে প্রতিষ্ঠিত ভিলেজ মিল্ক লি. এর ডেইরী হাব পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেনের মাধ্যমে ডেইরী হাবের পরিচিতি, এলডিডিপির অনুদান, চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও উত্তোরণ এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে তুলে ধরেন। উপস্থাপনায় ফরিদপুর জেলায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রীফ করেন। সেখান বিশ্বব্যাংক টিম সদর উপজেলার কবিরপুরে অবস্থিত এলডিডিপি'র ম্যাচিংগ্রান্ট-এর অনুদানে প্রতিষ্ঠিত ভিলেজ মিল্ক লি. এর ডেইরী হাব পরিদর্শন করেন।
সেখানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেনের মাধ্যমে ডেইরী হাবের পরিচিতি, এলডিডিপির অনুদান, চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও উত্তোরণ এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে তুলে ধরেন। উপস্থাপনায় এলডিপিপি'র অনুদানে ক্রয়কৃত মিল্ক পাস্তুরাইরেশন প্লান্টসহ প্রায় ১২ ধরণের অত্যাধুনিক মালামাল ও যন্ত্রপাতির বিবরণ তুলে ধরেন এছাড়া স্থাপিত ভিএমসিসি সমূহে কিভাবে এলডিডিপি:র ডেইরী প্রডিউসার গ্রুপের থেকে দুধ সংগ্রহ, দুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বিষয়ে তথ্য উপাত্ত উপাস্থপন করেন।
এছাড়াও তিনি ভিএমসিসি সমূহ থেকে থেকে সংগৃহীত দুধ প্রসেসিং প্লান্ট (ডেইরী হাব)-এ পৌছানো, বিভিন্ন ধাপে সংগৃহীত দুধ প্রক্রিয়াকরণ, প্যাকেটজাতকরণ, বিপনন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও তিনি এই প্রতিষ্ঠানের আরো কিছু কার্যক্রম পানি বিশুদ্ধকরণ প্লান্ট, ডেইরী ফিড ইউনিট ইত্যাদি বিষয়ও উপাস্থাপনায় তুলে ধরেন। অতঃপর বিশ্বব্যাংক টিম পাস্তুরাইজেশন প্লান্টের বিভিন্ন ইউনিট ও দুধের প্যাকেট প্রস্তুত প্রক্রিয়া পরিদর্শন করেন। সেখান থেকে টিমটি সদর উপজেলায় ভিলেজ মিল্ক লিঃ-এর একটি আউটলেট পরিদর্শন করেন। ভিলেজ মিল্ক লি. এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন বিশ্ব ব্যাংক এর Regional Practice Director Dina Umali ভূয়ষী প্রশংসা করেন।
বিজ্ঞাপন
একই দিনে বিশ্বব্যাংক টিম ফরিদপুর-সদর উপজেলার কামারপুরে অবস্থিত এলডিডিপি-এর ম্যাচিং গ্রান্ট এর তানিয়া ভার্মি কম্পোস্ট ও জৈব সার কার খানাটি পরিদর্শন করে বিশ্ব ব্যাংক টিম তানিয়া-কে একজন নারী উদ্যোক্ত হিসেবে প্রশংসা করেন। উপস্থিত এলডিডিপি’র টিম টাক্স লিডার মি. আমাদু বা এবং কো-টিটিএল সামিনা ইয়সমীন এবং বিশ্বব্যাংকের অন্যান্য কর্মকর্তারা দারুন প্রশংসা করেন এবং বিশ্বব্যাংকের আঞ্চলিক প্র্যাকটিস ম্যানেজার দিন উমালী এই খাতে আরো বিনিয়োগ বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। ছিলেন। প্রকল্পের পক্ষ থেকে ড. মো. জাহাঙ্গীর হোসেন, চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর, ড. হিরন্ময় বিশ্বাস, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদপুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদপুর সদর, মনিটটরিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।








