Logo

বৃষ্টিতে বাজারে ভাটা, কাঁচামরিচের কেজি ৩২০ টাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ১৮:১০
12Shares
বৃষ্টিতে বাজারে ভাটা, কাঁচামরিচের কেজি ৩২০ টাকা
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির কারণে দেশের বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। শীতের আগাম সবজির দাম তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে প্রায় ১০০ টাকা বেড়ে ৩২০ টাকায় উঠেছে।

বিজ্ঞাপন

প্রধান সবজির দাম, কাঁচামরিচ: ২৮০–৩২০ টাকা কেজি (এক সপ্তাহ আগের দাম: ২০০–২২০ টাকা), শিম: ২৪০ টাকা কেজি (এক সপ্তাহ আগের দাম: ১৬০–১৭০ টাকা), টমেটো: ১২০–১৪০ টাকা কেজি, বরবটি: ১০০ টাকা কেজি, করলা: ১০০ টাকা কেজি, উস্তা: ১২০ টাকা কেজি, পটল, চিচিঙ্গা, কাঁকরোল: ৮০ টাকা কেজি, বেগুন (লম্বা): ১০০ টাকা কেজি, বেগুন (গোল): ১৪০ টাকা কেজি, লাউ: ৮০–১২০ টাকা প্রতি পিস, গাজর: ১২০ টাকা কেজি।

শীতকালীন আগাম সবজির দাম: ফুলকপি ও পাতাকপি: ৮০–১০০ টাকা প্রতি পিস, মুলা: ৮০ টাকা কেজি।

বিজ্ঞাপন

শাকের দাম: পুঁইশাক: ৪০–৫০ টাকা প্রতি আঁটি, কুমার শাক: ৫০–৬০ টাকা প্রতি আঁটি, লালশাক: ২৫–৩০ টাকা, পালংশাক: ৪০ টাকা, পাটশাক: ৩০ টাকা, কচুশাক: ৩০ টাকা, মুলাশাক: ২৫ টাকা, ডাঁটা শাক: ৩০ টাকা প্রতি আঁটি।

মুগদা ও মানিকনগর বাজারে দেখা গেছে, বৃষ্টির কারণে চাষি ও পাইকারি বাজারে সরবরাহ কম। অনেক ক্রেতাই বেশি দাম হওয়ায় শাক বা সবজি না নিয়ে চলে যাচ্ছেন। মানিকনগরের এক বিক্রেতা জানান, এক সপ্তাহ আগে ৫ কেজি মরিচ কিনতে হতো ৮০০–৯০০ টাকায়, এখন তা ১২০০–১৩০০ টাকায় উঠেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD