দুর্গাপূজার ছুটিতেও চালু থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতেও দেশের শুল্ক স্টেশন ও কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, দেশের আন্তর্জাতিক বাণিজ্য যাতে বাধাগ্রস্ত না হয় এবং আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন থাকে, সেজন্য দুর্গাপূজা উপলক্ষ্যে ১ ও ২ অক্টোবরের সরকারি ছুটির দিনগুলোতে সীমিত আকারে হলেও শুল্ক কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর সাধারণ ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মোট চার দিনের টানা ছুটি পাচ্ছেন। তবে এ সময়ে সীমিত আকারে হলেও আমদানি-রপ্তানির কাজ চালু থাকবে।
এই উদ্যোগে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, নিরবচ্ছিন্ন কার্যক্রমের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হবে না।