সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশে

সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে, যা গত আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। আগের বছরের একই সময়ে এই হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, যা গত মাসে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অপরদিকে, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
বিজ্ঞাপন
গত বছরের সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, বাসাভাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি এই কয়েকটি খাতই সামগ্রিক মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে। পাশাপাশি ডলারের বিনিময় হার বৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপও মূল্যস্ফীতিকে উর্ধ্বমুখী করছে।
বিজ্ঞাপন
বিবিএসের তথ্যে আরও বলা হয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গড় মূল্যস্ফীতিও পূর্ববর্তী সময়ের তুলনায় কিছুটা বেশি রয়েছে, যা নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।