Logo

বাজার স্থিতিশীল রাখতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১৯:৫৭
39Shares
বাজার স্থিতিশীল রাখতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এর ফলে বাজারে ভারসাম্য রক্ষা ও বিনিময় হার স্থিতিশীল রাখতে সরাসরি হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

ডলারের দর অতিমাত্রায় কমে যাওয়ার ঝুঁকি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনা শুরু করেছে।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১০৪ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। ‘মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ)’ পদ্ধতিতে সম্পন্ন হওয়া এই ক্রয় প্রক্রিয়ায় প্রতি ডলারের বিনিময় হার নির্ধারিত ছিল ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে জানান, বাজারে ডলারের চাহিদা কিছুটা কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে এর দাম নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছিল। এমন পরিস্থিতিতে রপ্তানিকারক ও প্রবাসী আয় প্রেরকদের নিরুৎসাহিত হওয়া রোধে ডলারের দাম একটি নির্দিষ্ট সীমার নিচে নামতে না দেওয়ার পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫-২৬) মধ্যে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১.৯৮ বিলিয়ন মার্কিন ডলার (১৯৮ কোটি ১০ লাখ) ক্রয় করেছে। যেখানে গত অর্থবছরে রিজার্ভ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংককে বড় অঙ্কের ডলার বিক্রি করতে হয়েছিল, সেখানে এবার রিজার্ভ শক্তিশালী করতে ব্যাংকটি ডলার কেনার নীতিতে এগোচ্ছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ (৫ অক্টোবর) তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, ডলার কেনার এ উদ্যোগ রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি বাজারের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বাজার স্থিতিশীল রাখতে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক