Logo

২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে নতুন রেকর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ২১:৪৩
46Shares
২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম এবং এবার তৈরি হয়েছে নতুন ইতিহাস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার মূল্য বৃদ্ধির কারণে এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামী বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এর আগের দিন, সোমবার (৬ অক্টোবর) প্রতি ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

বিজ্ঞাপন

টানা দুই দিনে টানা মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতারা হতবাক হলেও, ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়াই এই বৃদ্ধির মূল কারণ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD