সোনার দামে নতুন রেকর্ড, রুপার মূল্যও ছুঁয়েছে সর্বোচ্চ শিখর

বিশ্ববাজারে আবারও ইতিহাস গড়েছে সোনার দাম। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এতে সোনার পাশাপাশি রুপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রয়টার্সের তথ্যানুসারে, স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৭ দশমিক ৭৯ ডলার হয়েছে। যা দিনের শুরুতে সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৭৮ দশমিক ৫ ডলার স্পর্শ করেছিল।
একই সময়ে ফিউচার মার্কেটে সোনার দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯৩ দশমিক ৫০ ডলার প্রতি আউন্সে, যা ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
বিজ্ঞাপন
শুধু সোনা নয়, রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্ববাজারে স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৫১ দশমিক ৬০ ডলারে বিক্রি হচ্ছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
বিশ্ববাজারের এই উর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ৮ অক্টোবর সোনা ও রুপার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন সোনার ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা এবং রুপার ভরিতে ৩২৭ টাকা বাড়ানো হয়।
নতুন দামে দেশের বাজারে এখন- ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১০১ টাকা, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।
বিজ্ঞাপন
অন্যদিকে রুপার নতুন দর অনুযায়ী- ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৫৬ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে সোনা ও রুপার দামে। নিরাপদ সম্পদ হিসেবে এসব ধাতুর প্রতি আস্থা আবারও বেড়ে গেছে।