একনেকে অনুমোদন পেল ১৩ প্রকল্প, ব্যয় প্রায় ২ হাজার কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৮৮ কোটি ৭ লাখ টাকা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। অসুস্থতার কারণে পরিকল্পনা উপদেষ্টা সভা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে নতুন ৩টি, সংশোধিত ৭টি এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে ৩টি প্রকল্পের।
বিজ্ঞাপন
মোট ব্যয়ের মধ্যে ৫৩ কোটি ২ লাখ টাকা ঋণ হিসেবে পাওয়া যাবে, ৫০ কোটি টাকা সংস্থার নিজস্ব অর্থায়নে এবং অবশিষ্ট অর্থ সরকারি কোষাগার থেকে প্রদান করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-
বিজ্ঞাপন
কৃষি মন্ত্রণালয়: ‘পিআরও-অ্যাক্ট বাংলাদেশ: রেজিলিয়েন্স স্ট্রেন্থেনিং থ্রু এগ্রি-ফুড সিস্টেমস ট্রান্সফর্মেশন ইন কক্সবাজার’।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়: গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের জন্য এইচবিবি করণ (২য় পর্যায়, ৩য় সংশোধন)।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন (৩য় সংশোধন), জামালপুর শহরের স্থাপত্য পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন (৩য় সংশোধিত) এবং গাজীপুর সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ রাস্তা-নর্দমা নির্মাণ (৩য় সংশোধিত)।
বিজ্ঞাপন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: উত্তরা লেক উন্নয়ন (১ম সংশোধিত)।
পররাষ্ট্র মন্ত্রণালয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-মির্জাপুর টোক জেলা মহাসড়ক উন্নয়ন (১ম সংশোধিত)।
বিজ্ঞাপন
শিল্প মন্ত্রণালয়: বিএসটিআই’র ফিজিক্যাল ও কেমিক্যাল পরীক্ষণ ল্যাবরেটরি আধুনিকায়ন প্রকল্প।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং (২য় সংশোধিত)।
বিজ্ঞাপন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন ইনস্টিটিউটে রূপান্তর।
রেলপথ মন্ত্রণালয়: রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেট পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প (৪র্থ ও ৫ম সংশোধিত)।
সভায় পরিকল্পনা, আইন, কৃষি, শিল্প, বিদ্যুৎ, পরিবেশ, স্থানীয় সরকার, স্বাস্থ্য, পররাষ্ট্র, ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।