Logo

বিশ্ববাজারে আবার উর্ধ্বমুখী স্বর্ণের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৫, ১৭:০২
49Shares
বিশ্ববাজারে আবার উর্ধ্বমুখী স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণ পরিকল্পনা বিশ্ববাজারে নতুন করে ভূরাজনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের বাজারে—বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম আবারও বেড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি দাঁড়ায় ৪,১১৯.৪৯ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। এর আগের দিন দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে নেমেছিল স্বর্ণ।

অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম বেড়ে দাঁড়ায় ৪,১৩৬ ডলার প্রতি আউন্স, যা আগের দিনের তুলনায় প্রায় ১.৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

বিজ্ঞাপন

এই উত্থানের পেছনে অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা, যা রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েল ও রসনেফটের বিরুদ্ধে আরোপ করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন চীনের ওপর প্রযুক্তিনির্ভর রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে। এর আগে চীন বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা জারি করেছিল।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, সুদহার কমার সম্ভাবনা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয়—এই তিনটি কারণ চলতি বছরে স্বর্ণবাজারে রেকর্ড বৃদ্ধি টেনেছে। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৫৭ শতাংশ বেড়ে সোমবার ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছায়।

বিজ্ঞাপন

এদিন অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যেও ছিল ভিন্ন ধারা:- রুপা বেড়েছে ১.৭ শতাংশ, আউন্সপ্রতি ৪৯.৩৩ ডলার, প্লাটিনাম বেড়েছে ২.৩ শতাংশ, দাঁড়িয়েছে ১,৬৫৯.৫০ ডলার, প্যালাডিয়াম সামান্য কমে ০.৬ শতাংশ, আউন্সপ্রতি ১,৪৫০ ডলার

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD