ফের কমলো সোনা ও রুপার দাম

দেশের বাজারে সোনার দাম এক দিনের ব্যবধানে ফের হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য পতন ও স্থানীয় চাহিদার প্রভাবের কারণে নতুন করে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩৬৭৪ টাকা কমেছে সোনার দাম। এতে করে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।
নতুন এই দাম আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞাপন
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের সঙ্গে সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগে রোববারও (২৬ অক্টোবর) সোনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল।
নতুন দামের তালিকা অনুযায়ী- ২২ ক্যারেট সোনা: ২,০৪,২৮৩ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট সোনা: ১,৯৪,৯৯৯ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট সোনা: ১,৬৭,১৪৫ টাকা প্রতি ভরি এবং সনাতন পদ্ধতির সোনা: ১,৩৮,৮৪২ টাকা প্রতি ভরি।
এছাড়া রুপার দামেরও হ্রাস হয়েছে- ২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট রুপা: ৪,০৪৭ টাকা প্রতি ভরি, ১৮ ক্যারেট রুপা: ৩,৪৭৬ টাকা প্রতি ভরি এবং সনাতন পদ্ধতির রুপা: ২,৬০১ টাকা প্রতি ভরি।
বিজ্ঞাপন
বাজুসের এই পদক্ষেপে বাজারে সোনার ক্রেতা ও বিক্রেতাদের জন্য দাম আরও স্পষ্ট ও সমন্বিতভাবে নির্ধারিত হয়েছে। সোনা ও রুপার দাম হ্রাসের ফলে গহনা ব্যবসায়ীরা নতুন অবস্থার সঙ্গে মানিয়ে চলতে প্রস্তুত।








