এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ২১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৯ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ; স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক; স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান; উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব।
বিজ্ঞাপন
পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমান দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭০ কোটি টাকা এবং বিতরণকৃত ঋণের পরিমাণ ১৫ হাজার ২৪৮ কোটি টাকা। আলোচ্য সময়ে পরিচালনা মুনাফা করে ২১৬ কোটি টাকা এবং নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি টাকা।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে এককভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা এবং সমন্বিতভাবে ০.০৯ টাকা। এককভাবে ব্যাংকের মোট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ কোটি টাকা এবং সমন্বিতভাবে ১ হাজার ৪০০ কোটি টাকা। একই সময়ে এককভাবে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৭ পয়সা এবং সমন্বিতভাবে ১৬ টাকা ৯১ পয়সা।
বিজ্ঞাপন
আরও পুড়ন: ফের কমলো সোনা ও রুপার দাম
এছাড়া এককভাবে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লোশ হয়েছে ১১ টাকা ২৯ পয়সা এবং সমন্বিতভাবে ক্যাশ ফ্লো হয়েছে ১১ টাকা ২০ পয়সা।









