বিকেলে ঘোষণা আসছে এলপি গ্যাসের নতুন দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে আজ রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টায়। চলতি নভেম্বর মাসের জন্য মূল্য বৃদ্ধি নাকি হ্রাস, তা ওই সময়ই জানানো হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর ২০২৫ সালের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হবে। একইসঙ্গে অটোগ্যাসেরও নতুন মূল্য ঘোষণা করা হবে।
সবশেষ গত ৭ অক্টোবর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়, যেখানে প্রতি লিটারে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ভোক্তা পর্যায়ে মূসকসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ৫৬ টাকা ৭৭ পয়সা।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত দুই বছরে এলপিজি ও অটোগ্যাসের দাম ওঠানামা করেছে বহুবার। ২০২৪ সালে মোট ১১ দফা দামের পরিবর্তন হয়। এর মধ্যে ৪ দফায় দাম কমে, আর ৭ দফায় বেড়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন মাসের শুরুতেই আবারও গ্যাসের মূল্য সমন্বয়ের ঘোষণা আসছে।
বিইআরসি সূত্রে জানা গেছে, সৌদি সিপি ভিত্তিক মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় আন্তর্জাতিক বাজারের দাম সরাসরি প্রভাব ফেলে বাংলাদেশের ভোক্তা দামে। তাই বৈশ্বিক গ্যাসবাজারের বর্তমান পরিস্থিতির ওপরই আজকের ঘোষণায় মূল পার্থক্য দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
দেশজুড়ে গৃহস্থালী, বাণিজ্যিক ও পরিবহন খাতে ব্যবহৃত এলপিজির দাম পরিবর্তন জনজীবন ও বাজারে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








