বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের নতুন দাম

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন স্বর্ণের দর ঘোষণা করেছে, যা আজ ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার থেকে কার্যকর।
বিজ্ঞাপন
গত শনিবার (১ নভেম্বর) স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে বাজুস। নতুন দর অনুযায়ী, এখন দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়।
আরও পড়ুন: পেঁয়াজ বাজারে অস্থিরতা
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম সমন্বয় করা হয়েছে। এই সমন্বিত মূল্য কার্যকর হয়েছে রবিবার (২ নভেম্বর) থেকে।
বিজ্ঞাপন
নতুন তালিকা অনুযায়ী- ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২,০১,৭৭৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১,৯২,৫৯৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১,৬৫,০৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১,৩৭,১৮০ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণের নির্ধারিত দামের সঙ্গে ক্রেতাকে অবশ্যই সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি দিতে হবে। তবে গহনার ডিজাইন, মান ও জটিলতার ওপর ভিত্তি করে মজুরিতে পার্থক্য হতে পারে।
বিজ্ঞাপন
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে- ২২ ক্যারেট রুপার প্রতি ভরি: ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপার প্রতি ভরি: ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি: ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি: ২,৬০১ টাকা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকায় আগামী সপ্তাহগুলোতেও দেশীয় বাজারে এর প্রভাব অব্যাহত থাকতে পারে। ফলে ক্রেতা ও ব্যবসায়ীরা এখন অপেক্ষায় রয়েছেন, স্বর্ণের দাম আবার কবে স্থিতিশীল হবে।








