Logo

রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো এক মাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৬:২০
52Shares
রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো এক মাস
ছবি: সংগৃহীত

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

বিজ্ঞাপন

সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত থাকে। তবে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির করদাতাদের আবেদনের পর এ সময়সীমা বাড়ানো হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

এনবিআরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আয়কর আইন–২০২৩ অনুযায়ী চলতি ২০২৫-২৬ করবর্ষে কোম্পানি ব্যতীত সব ব্যক্তিগত করদাতার রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বরই ছিল। তবে বিভিন্ন পেশার করদাতাদের অনুরোধ বিবেচনায় এনে সময় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, চলতি করবছরে ইতোমধ্যে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। গত ৪ আগস্ট অনলাইনে ই-রিটার্ন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এ বছর বিশেষ আদেশে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সবার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে চাইলে যারা বাধ্যবাধকতার বাইরে, তারাও অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

বিজ্ঞাপন

বিদেশে থাকা করদাতাদের জন্যও এনবিআর সহজ প্রক্রিয়া চালু করেছে। পাসপোর্ট নম্বর, এনআইডি ও ই-মেইল ঠিকানা পাঠালেই ই-মেইলে রেজিস্ট্রেশন লিংক ও ওটিপি দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা রিটার্ন দাখিল করতে পারছেন। ই-রিটার্ন ব্যবস্থায় কোনো কাগজপত্র আপলোড করতে হয় না; আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য দিলেই তাৎক্ষণিকভাবে স্বীকৃতি স্লিপ ও কর সনদ পাওয়া যায়।

করদাতাদের সুবিধার্থে চালু রয়েছে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১)। পাশাপাশি www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের e-Tax Service অপশন ও প্রতিটি কর অঞ্চলে থাকা ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও সরাসরি সহায়তা নেওয়া যাচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD