Logo

অধ্যাপক ড. রওশন জাহানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৩, ০৩:০২
59Shares
অধ্যাপক ড. রওশন জাহানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
ছবি: সংগৃহীত

উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক মনোবিজ্ঞান বিষয়ক শিক্ষার প্রসার ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রওশন জাহানের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (৫ জুলাই) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. রওশন জাহান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান শিক্ষক, গবেষক ও মনোবিজ্ঞানী। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক মনোবিজ্ঞান বিষয়ক শিক্ষার প্রসার ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। তিনি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, অধ্যাপক ড. রওশন জাহান মঙ্গলবার দিবাগত রাতে বনানীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।  

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

অধ্যাপক ড. রওশন জাহানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক